আবারও ভারতে মুক্তি পাচ্ছে পাকিস্তানের ছবি। ২০১৬ সালে উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পর ভারতে নিষিদ্ধ হয়ে যান পাক অভিনেতা ও শিল্পীরা। অবশেষে সেই জট খুলতে চলেছে। পাক অভিনেতা ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত ‘মওলা জাট’ মুক্তি পাচ্ছে ভারতের প্রেক্ষাগৃহে। এই ছবিটি পাকিস্তানে মুক্তি পায় ২০২২ সালে। ছবির পরিচালক বিলাল লশারি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা করেন— ‘মওলা জাট’ ভারতেও মুক্তি পাচ্ছে।
‘মওলা জাট’ ছবির পোস্টার শেয়ার করে পরিচালক বিলাল লিখেছেন-আগামী ২ অক্টোবর এ ছবিটি ভারতের পাঞ্জাবে মুক্তি পাচ্ছে। দুবছর হয়ে যাওয়ার পরও সপ্তাহান্তে পাকিস্তানের প্রেক্ষাগৃহ ভরিয়ে তুলছে এ ছবি। এ ছবি ভারতের পাঞ্জাবের দর্শকরা দেখবেন। আমরা উদ্গ্রীব হয়ে আছি।
একই পোস্ট শেয়ার করে নেন অভিনেতা ফাওয়াদ ও অভিনেত্রী মাহিরা খানও। ভারতে এ দুই পাক-তারকার অসংখ্য ভক্ত-অনুরাগী রয়েছেন। তাই এ ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে তারা উচ্ছ্বসিত। প্রায় ১০ বছর পর ভারতে কোনো পাকিস্তানি ছবি মুক্তি পেতে চলেছে।
ফাওয়াদ ও মাহিরার ধারাবাহিক ‘হামসফর’ ভারতেও বেশ জনপ্রিয় হয়েছিল। তাই এ জুটিকে বড়পর্দায় দেখতে তারাও অপেক্ষা করে আছেন। তবে নিন্দুকদের কটাক্ষেরও শিকার হচ্ছে এ ছবি। অনেকেই প্রশ্ন তুলছেন, কোন যুক্তিতে ফের পাকিস্তানের ছবি দেখানো হবে ভারতে?
উল্লেখ্য, মাহিরা ও ফাওয়াদ দুজনই ভারতীয় ছবিতে কাজ করেছেন। শাহরুখ খানের সঙ্গে ‘রইস’ ছবিতে জুটি বেঁধেছিলেন মাহিরা খান। অন্যদিকে ‘কাপুরস অ্যান্ড সন্স’-এ নজর কেড়েছিলেন ফাওয়াদ খান। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে আনুশকার সঙ্গে ফাওয়াদের সমীকরণে মজেছিলেন ভারতীয় দর্শকরা। সোনম কাপুরের সঙ্গে ফাওয়াদের ‘খুবসুরত’-ও জনপ্রিয় হয়েছিল।