শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ ২৬ আশ্বিন ১৪৩১
শুক্রবার ১১ অক্টোবর ২০২৪
 
সাইটেক
৩.২ টন পণ্য নিয়ে উড়বে চীনের ড্রোন





পালাবদল ডেস্ক
Monday, 26 August, 2024
7:24 PM
 @palabadalnet

চীনের এসএ৭৫০ইউ ড্রোন। ছবি: সিনো ডিফেন্স ফোরাম

চীনের এসএ৭৫০ইউ ড্রোন। ছবি: সিনো ডিফেন্স ফোরাম

ক্রেতার ঘরে ড্রোন দিয়ে পণ্য পৌঁছে দেওয়া সারাবিশ্বে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। তবে সেসব ড্রোন তত বেশি ওজনের পণ্য বহন করতে পারে না। এ ক্ষেত্রে চীন সৃষ্টি করছে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত।

গত শুক্রবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, তিন দশমিক দুই টন ওজনের পণ্য বহনে সক্ষম ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়ন করছে বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশ চীন।

প্রতিবেদনে বলা হয়, আগামীতে চীনের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ড্রোন তৈরির প্রতিষ্ঠানগুলো প্রতিনিয়ত বড় বড় আকৃতির মানববিহীন উড়োযানের ওপর গুরুত্ব দিচ্ছে। এরই অংশ হিসেবে চীনের এই 'এসএ৭৫০ইউ' ড্রোনটি তৈরি করা হয়েছে।

গত শুক্রবার চীনের সরকারি হিউনান ডেইলির প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার চীনের দক্ষিণাঞ্চলীয় হিউনান প্রদেশে তৈরি 'এসএ৭৫০ইউ' ড্রোনটি ৪০ মিনিট আকাশে উড়ে।

নির্মাতাদের ভাষ্য, উড়োযানটি ২৪ হাজার ফুট ওপর দিয়ে দুই হাজার ২০০ কিলোমিটার পথ চলাচল করতে পারবে।

চলতি মাসের শুরুতে সিচুয়ান প্রদেশে দুই টন ওজন পণ্য বহনকারী ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়ন চালানো হয়েছিল। মাস না শেষ হতেই দেশটিতে দেখা গেল, তিন দশমিক দুই টন ওজন বহনকারী ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়ন।

প্রায় দুই মাস আগে রাষ্ট্রায়ত্ত অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি করপ অব চায়না ৭০০ কেজি ওজনের পণ্য বহন করা ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়ন চালিয়েছিল।

আগামী ২০৩০ সালের চীনে ড্রোনশিল্প ২৮০ বিলিয়ন ডলারে পৌঁছতে পারে বলে আশা করা হচ্ছে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]