শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ ২৬ আশ্বিন ১৪৩১
শুক্রবার ১১ অক্টোবর ২০২৪
 
লাইফস্টাইল
নাশপাতি খেলে কী কী উপকার পাবেন?





পালাবদল ডেস্ক
Friday, 16 August, 2024
10:35 AM
 @palabadalnet

ফল খেলে আমাদের স্বাস্থ্য সবসময়েই ভালো থাকে। চিকিৎসকেরাও ফল খাওয়ার পরামর্শ দেন। নাশপাতি এমন একটি ফল যা খেলে আপনি একাধিক উপকার পাবেন। নানা ভাবে ভাল থাকবে আপনার স্বাস্থ্য। চলুন এবার দেখে নেওয়া যাক নাশপাতি খেলে আপনি কী কী উপকার পাবেন। নাশপাতি খেতে ভালোবাসেন অনেকেই। মিষ্টি স্বাদের এই ফলে রয়েছে অনেক গুণ। নাশপাতি কীভাবে আপনাদের স্বাস্থ্যের খেয়াল রাখবে, কী কী উপকার পাবেন এই ফল খেলে, দেখে নিন।                                                             

নাশপাতির মধ্যে থাকা বিভিন্ন উপকরণ আমাদের অন্ত্রের স্বাস্থ্যের খেয়াল রাখবে। আর অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকলে বদহজম, অ্যাসিডিটি, গ্যাস ইত্যাদি সমস্যা দেখা যাবে না। খাবার সহজে হজম হবে। তাই যাদের উক্ত সমস্যাগুলি রয়েছে তারা এই ফল খেতে পারেন। 

নাশপাতির মধ্যে ফাইবারের পরিমাণ বেশি থাকায় এই ফল খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকবে। খাইখাই ভাব কমবে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমবে। ফাইবারের পরিমাণ বেশি থাকার ফলে ডায়েট করছেন যারা তারাও এই ফল খেতে পারেন। 

নাশপাতির মধ্যে থাকা বিভিন্ন অ্যান্টি-ইনফ্লেমেটরি উপকরণ আমাদের শরীরে প্রদাহজনিত সমস্যা কমাবে। একাধিক রোগ থেকে আপনাকে দূরে রাখে নাশপাতির মধ্যে থাকা বিভিন্ন ধরনের উপকরণ। অ্যাসিডিটির সমস্যা কমাতে এই ফল। 

ডায়াবেটিসের বিশেষ করে টাইপ ২ ডায়াবেটিসের সমস্যা কমাতে কাজে লাগে নাশপাতির মধ্যে থাকা ফাইবার এবং অ্যান্থোসিয়ানিন। তাই মিষ্টি স্বাদের ফল হলে ডায়াবেটিসের রোগীরা এই ফল খেতে পারেন। 

প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার ফলে নাশপাতি খেলে ভালো থাকবে আপনার হৃদযন্ত্রের স্বাস্থ্য। কমবে হার্ট অ্যাটাক, স্ট্রোক হওয়ার প্রবণতা। হার্টের সমস্যার ঝুঁকি এড়ানো সম্ভব হবে। 

রক্তচাপ এবং ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমাতে কাজে লাগে নাশপাতির মধ্যে থাকা বিভিন্ন উপকরণ। এই দুই বিষয় আমাদের শরীরে কম থাকলে ভালো থাকবে হৃদযন্ত্র। 

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]